বরিশালের হিজলা উপজেলার কাউরিয়ার পশ্চিম বাজার ক্রাইম জনতা ২৪ ও মদিনা কন্ঠ এর অস্থায়ী কার্যালয়ে রোজ শনিবার বেলা ১২ টার দিকে ক্রাইম জনতা ২৪ এর উদ্দেশ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন হিজলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নুরুন নবী আরও উপস্থিত ছিলেন হিজলা রিপোর্টাস ইউনিটির সভাপতি ও ক্রাইম জনতা ২৪ এর নির্বাহী সম্পাদক কাজী নজরুল ইসলাম, রিপোর্টারস ইউনিটির ও ক্রাইম জনতার বিভাগীয় সম্পাদক তালুকদার মামুন, নিউজ মদিনা কন্ঠ ২৪ এর সম্পাদক রহমতুল্লাহ পলাশ, ক্রাইম জনতা ২৪ এর বার্তা সম্পাদক মো: নুরুজ্জামান , অনুষ্ঠানে পরিচালন করেন ক্রাইম জনতা ২৪ এর সম্পাদক মো: মিলন সরদার আরও উপস্থিত ছিলেন ক্রাইম জনতা ২৪ এর স্টাফ রিপোর্টারস মাসুদ করিম, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি মহসিন রাসেল, স্টাফ রিপোর্টার সিহাব জুহারি, স্টাফ রিপোর্টারস শাহরিয়ার সৌরভ।
সাংবাদিকদের সাথে আলোচনা কালে হিজলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নুরুন নবী বলেন ক্রাইম জনতা ২৪কে যে মানের প্রত্রিকা সকলের কাছে আমার আকুল আবেদন যে নিষ্ঠার সাথে কাজ করে পত্রিকার মান সম্মানের ধারাবাহিকতা রক্ষা করতে হবে, সাংবাদিক মানে সমাজের দর্পন তাই মান ক্ষুন্ন করা যাবে না। সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ক্রাইম জনতা ২৪ এর সম্পাদক মো : মিলন সরদার বলেন ”এ টিভি” নিউজ ২৪ এর প্রথিষ্ঠাতা সম্পাদক শেখ এস.এম জামান কে শ্রদ্ধার সাথে স্বরন করেন , তিনি আমাকে পত্রিকার দিক নির্দেশনা দিয়েছেন। শেখ জামান সাহেব ক্রাইম জনতার প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন।
Leave a Reply