নিজস্ব প্রতিবেদক: মাসুদ আহমেদ: বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে জিভিবি প্রকল্প আভাস এর উদ্যেগে বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্লাটফর্ম সদস্যদের শেয়ারিং মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউরিয়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন, আরো উপস্থিত ছিলেন গুয়াবাড়িয়া ইউপি সদস্য মো: জয়নাল আবেদীন, মহিলা ইউপি সদস্য অফেনুর বেগম, রুনা বেগম, রিপন কান্তি দাস, চ্যানেল এস. প্রতিনিধি মো: মিলন সরদার সহ বিভিন্ন সুসিল সমাজের ব্যক্তিবর্গ, এছাড়াও হিজলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
এসময়ে বক্তারা বলেন নারীর ক্ষমতায়ন বিশেষ করে সামাজিক সুরক্ষা ব্যবস্থা, নারীর অধিকার সুনিশ্চিত করা ও তাদেরকে বিভিন্ন কর্মসঞ্চলন মূখী করতে হবে। নারীর প্রতি সম্মান ও সহানুভূতিতা প্রদর্শন করতে হবে। প্রতিটি নারী যাতে সমান অধিকার থেকে বঞ্চিত না হয় সে দিকে খেয়াল রাখতে সমাজ থেকে নারী পুরুষের বৈষম্য দূর করতে হবে। এসময়ে উক্ত সভায় সভাপতিত্ব করেন জিবিভি আভাস প্রজেক্ট অফিসার নাসরিন খানম।
Leave a Reply