নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার হিজলা উপজেলায় নৌপুলিশের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার হরিনাথপুর লঞ্চঘাট এলাকার মেঘনা নদীতে ইঞ্জিনচালিত ট্রলার হতে ১০ বস্তা কারেন্টজাল উদ্ধার করা হয়, যাহার আনুমানিক মূল্য ৯০ লক্ষ থেকে ১ কোটি টাকা। ৮ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে হরিনাথপুর(শৌলা) লঞ্চঘাট থেকে ট্রলারে থাকা জুয়েল বেপারী (১৮) নামের একজন লেবারকে আটক করতে সক্ষম হয় পুলিশ। সন্ধ্যায় ওসি শেখ বেলাল হোসেন ক্রাইম জনতা ২৪. কম কে এ বিষয়টি নিশ্চিত করেন । অভিযানে থাকা হিজলা নৌ পুলিশের এস, আই তাপস, এ,এস,আই মামুন জানান, রাহাত পরিবহন নামের ট্রলারটি হরিনাথপুর (শৌলা) লঞ্চঘাটের পাশেই বাঁধা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চ্যালেঞ্জ করতে গেলে লেবার জুয়েল বেপারী জানায় তারা ঢাকা থেকে মুলাদির উদ্দ্যেশে আসছিল। এর ভেতর কি তা জানা ছিল না। আটককৃত কারেন্টজালসহ ট্রলারটি বর্তমানে উপজেলা পরিষদ সংলগ্ন নৌ পুলিশের পল্টুনে তাদের নিয়ন্ত্রনে রয়েছে। নৌ পুলিশের ইনচার্জ ওসি শেখ বেলাল হোসেন আরো জানান, ১০ বস্তা কারেন্টজাল এর মালিকানা কেউ দাবি করতে আসেনি। তবে মৎস্য রক্ষা সংরক্ষন আইনে আটজনকে আসামী করে মামলা হয়েছে।
Leave a Reply