হিজলা:প্রতিনিধি:
হিজলায় প্রতিপক্ষকে ফাঁসাতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। গত ৬জুন উপজেলা হরিনাথপুর ইউনিয়নের পশ্চিম হরিনাথপুর গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছের পোনা মরে ভেসে উছে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করে বিভিন্ন স্ট্যাটার্স প্রদান করছেন। আবার অপরপক্ষ ফেসবুকে এর প্রতিবাদ করছেন। পুকুরের মালিক আব্দুল লতিফ বেপারীর অভিযোগ করেন জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ একই গ্রামের গিয়াস উদ্দিন হাওলাদার ও সাইদুর রহমান পুকুর বিষ প্রয়োগ করে। অপর দিকে গিয়াস উদ্দিন হাওলাদার জানান পূর্ব শত্রæতার জের ধরে নিজ পুকুর বিষ প্রয়োগ করে আমাদের ফাঁসিয়ে ঘায়েল করার চেষ্টা করছেন লতিফ বেপারী। একটি ছোট মজা পুকুরে কোন প্রস্তুত না করেই মাছের পোনা ছারে তারা। পুকুরের পানি বিষাক্ত কিংবা পুকুরের পানি নস্ট হওয়ার কারনেও মাছ মরতে পারে। উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করছেন। তদন্ত চলছে।
Leave a Reply