নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের হিজলা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনীর বরিশাল এরিয়া সদর দপ্তর এবং ৬ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ৬২ ই বেঙ্গল ও বরিশাল জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় গত শুক্রবার ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩ টায়, দেশরত্ন শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে থেকে ম্যারাথন শুরু হয় এবং উপজেলা বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এসে শেষ হয়েছে।ম্যারাথনে অংশ গ্রহণ করেন বরিশাল-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য পংকজ নাথ। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, লেবুখালী দেশরত্ন শেখ হাসিনা সেনানিবাসের ক্যাপটেন ইয়াসির আরাফাত, অফিসার ইনচার্জ(ওসি)অসীম কুমার সিকদার,নৌ-পুলিশের হিজলার ইনচার্জ মোঃ সোহেল রানাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিগণ, হিজলা উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ, সরকারি হিজলা কলেজ,মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ক্রীড়াবিদ,বেসরকারি ও বেসামরিক প্রতিষ্ঠান এবং আগ্রহী ব্যক্তিবর্গ। শেষে ম্যারাথনে অংশগ্রহণ করা বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়
Leave a Reply