নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের হিজলা উপজেলার মেমানীয়া ইউনিয়নের মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয়(সেসিপ) এর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী খায়রুন নাহার(১২) বিদ্যালয়ে আসার পথে ধর্ষণের স্বীকার হয়ে হিজলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খায়রুন মেমানিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড়লক্ষ্মীপুর ভারুইয়া এলাকার আবুল হোসেন হাওলাদারের কন্যা।ঘটনার বিবরণে খায়রুন জানায়, সোমবার ২০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয়ে আসার পথে মেমানিয়া ইউনিয়নের ভারুইয়া এলাকার করিম মোল্লার লম্পট ছেলে মোটরসাইকেল চালক আতাউল্লাহ তাকে জোর করে তুলে নিয়ে বিদ্যালয়ের থেকে একটু দূরে খালি একটি বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে জোর করে ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় বাড়ি চলে যায়। বাড়ির সদস্যরা ঘটনা জানার পরে লোক লজ্জার ভয়ে বিষয়টি চেপে যায়। রক্তক্ষরণে সে আরো অসুস্থ হয়ে পরলে হিজলা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব জানান, সন্ধ্যায় ঘটনা জানার পরে ছাত্রীকে হাসপাতালে ভর্তি করে, হিজলা থানায় বিষয়টি অবগত করেছি।মেমানিয়া ইউনিয়ন চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার জানান, সন্ধ্যায় তিনি ধর্ষণের ঘটনাটি জেনেছেন। তিনি ধর্ষকের উপযুক্ত শাস্তির দাবি জানান।ওসি( তদন্ত) মোঃ তারেক হাচান রাসেল ঘটনা শুনে উপজেলা সাস্থ্যকমপ্লেক্স পরিদর্শন করে বলেন,আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। মেয়ের মা বাদী হয়ে রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় হিজলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
Leave a Reply