নিজস্ব প্রতিবেদক: বরিশালের হিজলা উপজেলার হরিণাথপুর ইউনিয়নের চরছওগাও বজারে উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু তার বক্তব্যে বেলেন মৃত্যু-ধ্বংস-রক্তস্রোতের সেই ভয়ঙ্কর-বিভীষিকাময় রক্তাক্ত ২১ আগস্ট। বারুদ আর রক্তমাখা বীভৎস রাজনৈতিক হত্যাযজ্ঞের দিন। মৃত্যু-ধ্বংস-রক্তস্রোতের নারকীয় গ্রেনেড হামলার পনের বছর। সভ্যজগতের অকল্পনীয় এক নারকীয় হত্যাকান্ড চালানো হয় ২০০৪ সালের এই দিনে। গ্রেনেডের হিংস্র দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে। রক্ত-ঝড়ের প্রচন্ডতায় মলিন হয়ে গিয়েছিল বাংলা ও বাঙালীর মুখ। জীবন্ত বঙ্গবন্ধু এ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণ এদিন মুহূর্তেই পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে।
এছাড়াও বরিশাল আওয়ামীলীগের মহানগর সিনিয়ন সহসভাপতি এ্যাড: আফজালুল করিম তার বক্তব্যে বলেন শোকাবহ রক্তাক্ত আগস্ট মাসেই আরেকটি ১৫ আগস্ট ঘটানোর লক্ষ্য থেকে ঘাতক হায়েনার দল গ্রেনেড দিয়ে রক্তস্রোতের বন্যা বইয়ে দিয়েছিল বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশস্থলে। টার্গেট ছিল এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে সম্পূর্ণ নেতৃত্বশূন্য ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতেই ঘাতকরা চালায় এই দানবীয় হত্যাযজ্ঞ। জাতির সামনে আবারও স্পষ্ট হয়ে ওঠে স্বাধীনতাবিরোধী অপশক্তির একাত্তরের পরাজয়ের প্রতিশোধস্পৃহা। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকার সময়ই খোদ রাজধানীতে প্রকাশ্যে চালানো হয়েছিল যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত মারণাস্ত্র গ্রেনেড দিয়ে এই ভয়াল ও বীভৎস হামলা। ওই সরকারের মন্ত্রী থেকে শুরু করে অনেকেই যে এই নারকীয় হামলার সঙ্গে জড়িত ছিল, তা তদন্তের মাধ্যমে জাতির সামনে আজ স্পষ্ট হয়ে গেছে। তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, মাষ্টার মো: ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু, ফারুক ইসলাম, আওয়ামীলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও হরিণাথপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল লতিফ খান, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড: কাজী জাকির হোসেন, সাবেক কৃষকলীগের উপজেলা সাধারন সম্পাদক মহিউদ্দিন মিন্টু যুবলীগ নেতা মিজান সহ সকল ইউনিয়ন থেকে আগত নেতৃ বিন্দ। দোয়া ও মোনাজাতের পরে তবারক বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
Leave a Reply