হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা এর নেতৃত্বে কাউরিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা।
- আপডেট সময় :
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
-
১৪০
786 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে কাউরিয়া বাজারে মোবাইল কোর্ট, করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচারণা, ২০০ টাকা করে অর্থদণ্ডঃ
আজ মঙ্গলবার বরিশাল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান মহোদয় এর নির্দেশনায় বরিশাল জেলার হিজলা উপজেলার কাউরিয়া বাজারে করোনা ভাইরাস মহামারী চলাকালীন স্বাস্থ্য বিধি পরিপালন ও মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন উত্তম কুমার কবিরাজ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হিজলা, বরিশাল।
মোবাইল কোর্ট পরিচালনাকালীন হিজলা উপজেলার কাউরিয়া বাজারের বিভিন্ন স্থানে জনসাধারন কে সচেতন করা হয় এবং তারপরও যারা মাস্ক পরিধান করেনি তাদেরকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ১০ জনকে ২০০ টাকা করে মোট ২০০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং হিজলা মুলাদী মহাসড়কে মাস্ক পরিধান ছাড়াই যাত্রী নিয়ে মাহিন্দ্রা ও অটো রিক্সা, ভ্যান চালক ও পথচারিদের মাঝে মাস্ক পড়িয়ে দেন।
মোবাইল কোর্ট চলাকালীন অর্থদণ্ড প্রাপ্ত ব্যক্তিদের উপজেলা প্রশাসন, হিজলা, বরিশাল তত্ত্বাবধানে তৈরিকৃত মাস্ক পরিয়ে দেয়া হয়। এ সময় করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী চলাকালীন বারবার সাবান দিয়ে হাত ধোয়া, নিয়মিত মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য সকলকে অনুরোধ করা হয়।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply