নিজস্ব প্রতিবেদক
বরিশালের হিজলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাষ্টার মোঃ আলতাফ হোসেন মৃত্যুবরণ করেছেন-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (১৫ মার্চ) রাত সোয়া ৯ টার সময় বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি দীর্ঘ ২০ বছর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। পরিবার সূত্রে জানা যায়,তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদের মাঠে নাগরিক শ্রদ্ধা ও বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।এর আগে গত ৫ ফেব্রুয়ারি হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সেগুনবাগিচা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।এ উপজেলায় কয়েক দিনের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মৃত্যু।মাষ্টার মোঃ আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নৌ পুলিশ সুপার মোঃ আলম, বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পংকজ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ,মৃতের কফিনে নাগরিক শ্রদ্ধা নিবেদন করবেন।
Leave a Reply