নিজস্ব প্রতিবেদক
বরিশালের হিজলা উপজেলা সাব রেজিস্টার ভবনের বেহাল দশা ,একযুগ পেরিয়ে গেলেও ভবনটির সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি জীবনের ঝুঁকি নিয়ে রেজিস্টার অফিসে কাজ করছে কর্মকর্তা-কর্মচারীরা এ বিষয়ে হিজলা উপজেলা সাব রেজিস্টার সাঞ্জু বড়াল এর কাছে জানতে চাইলে তিনি বলেন একাধিকবার বরিশাল জেলা সাব রেজিস্টার কতৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে তারা কোন প্রত্যক্ষ নেয়নি ,অফিস রুমসহ প্রতিটি কক্ষের ছাদ দিয়ে প্রতিনিয়ত ঝরছে পানি ও যেকোন মুহূর্তে ছাদের অংশ ধোসে পরতে পারে বলে জানায়, এছাড়াও ভবনটির সামল দিক থেকে নজর দিলে দেখা যায় যে পুরনো এক ভূতের বাড়ি ,এ বিষয়ে দলিল লেখক লিটন ড়ারীর কাছে জানতে চাইলে তিনি বলেন যে শুধু সাব রেজিস্টার অফিসের কর্মকর্তা কর্মচারীরাই নয় আমরাও যারা দলিল লেখক রয়েছি সকলে ভবনের বিষয় নিয়ে চিন্তিত যে ভিতরে কাজ করতে গেলে যে কোন মুহূর্তে ছাদ ঘষে পরতে পারে, উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দাবি দূরত্ব ভবনটি সংস্কার করার।
Leave a Reply