যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার সময় হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন চলছিল।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির পরই সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেন। খবর সিএনএনের
সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে থামিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন শুরুর পরপরই বাইরে গুলির শব্দ শোনা যায়। তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিসের কর্মীরা প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেন। পরে পরিস্থিতি শান্ত হলে ফের সংবাদ সম্মেলনে ফিরে আসেন ট্রাম্প এবং উপস্থিত সাংবাদিকদের এ ঘটনা সম্পর্কে জানান।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হোয়াইট হাউসের কাছে এক ব্যক্তি গুলি চালিয়েছিলেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নেওয়ায় সিক্রেট সার্ভিসের কর্মীদের ধন্যবাদ জানান তিনি।
Leave a Reply