কোটি টাকা হাতিয়ে নেয়া মোবাইল ব্যাংকিং ও ডেবিট-ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের ৯ হোতাসহ ১৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার দিবাগত রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ও ফরিদপুরের ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
রোববার র্যাব সদর দফতরের মেজর রইসুল ইসলাম মনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোবাইল ব্যাংকিং ও কার্ড জালিয়াত চক্রের সদস্যদের ঢাকা ও ফরিদপুরের ভাঙ্গা থেকে আটক করা হয়। তাদের কাছে থেকে সাড়ে ১৪ লাখ টাকা ও প্রতারণায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে
Leave a Reply