মোঃ মোহসীন রাসেল মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন শেখ রাসেল দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, স্বাধীনতা বিরোধী, ১৫ ই আগষ্টের হত্যাকারী ও তাদের দোসরদের বিচার চাই। জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের অতি আদরের ছোট সন্তান,যে শুধু মাত্র স্নেহ মায়া মমতা আদর ভালোবাসার কাঙাল ছিলো,বুঝতোনা কোন কুটচালের রাজনীতি,অবুঝ শিশু সরল বিশ্বাসে বলেছিলো আমাকে মেরোনা,আমি মায়ের কাছে যাবো,তার সে আকুল আকুতি নর পিশাচ ঘাতকের এতোটুকু মন গলাতে পারেনি,পারেনি থামাতে নর পশুদের বেয়নেট বুলেট, নিমিষেই পুষ্পকলির মতো একটা নিষ্পাপ কচি হৃদয় শেষ করে দিলো, ধুলোয় লুটালো বিশ্ব মানবতা, প্রিয় রাসেল তোমাকে প্রানে মারতে পারে কিন্তু খুনীরা পারেনি তোমার অবিনাশী চেতনাকে হত্যা করতে,পারেনি বাঙালি হৃদয় থেকে মুছে দিতে, বাঙালি চেতনায় তুমি চির জাগরুক, চির অমর। রাসেল দিবস উপলক্ষে বুধবার সকালে সাংসদ পংকজ নাথ তার নেতৃত্বে উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন,শেষে বর্ণাঢ্য র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, পৌর কাউন্সিলর সোহেল মোল্লা, মনির জমদ্দার, আলী আব্দুল্লাহ দোলন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
Leave a Reply