নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের হিজলা উপজেলায় ফুল দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানে বইছে উৎসবের আমেজ। শিক্ষার্থী, অভিভবক ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা উৎসবের আমেজে শিক্ষাপ্রতিষ্ঠানে হাজির হয়েছে।দীর্ঘ ১৮ মাস পর রবিবার খুলছে প্রথম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান। দেশব্যাপী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যেমন উচ্ছ্বাস রয়েছে তেমনি স্বাস্থ্যবিধি ও সংক্রমণ নিয়ে শঙ্কায় রয়েছেন অনেক অভিভাবক।দীর্ঘ দিন পর চিরচেনা পরিবেশ ফিরে পাওয়ায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বইছে। স্কুলে-স্কুলে তৈরি হয়েছে মিলন মেলা। সরকারি নির্দেশনা অনুযায়ী হিজলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি ও নানা নির্দেশনা বাস্তবায়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।যদিও স্কুল-কলেজ ও মাদরাসা খুলে দেওয়ার আগে সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে দফায় দফায় নির্দেশনা।শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গেটে থার্মোমিটার, মাস্ক, হ্যান্ড ওয়াস ও ফুল হাতে নিয়ে শিক্ষার্থদের বরণ করতে ম্যানেজিং কমিটির সভাপতিসহ শিক্ষকদের দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে।কাউরিয়া কেরামতিয়া রাবিয়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ আবুল হোসাইন বলেন, স্বাস্থ্যবিধি মেনে সরকারী নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষার্থীদের বরণ করছি। এ ছাড়াও মাদ্রাসায় শিক্ষাথীদের স্বাস্থ্যের দিকে নজর রাখার জন্য ২ জন শিক্ষকের সমন্বয়ে একটি বিশেষ পর্যবেক্ষন টিম কাজ করবে।কাউরিয়া কেরামতিয়া রাবিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম লিটন বলেন,আমরা সরকারের সকল ধরনের নির্দেশনা মেনে প্রতিটি শিক্ষার্থীদের স্বাস্থ্যের ওপর নজর রাখতে বলেছি।১৮ মাস পরে আাবার আমাদের মাদ্রাসা প্রান ফিরে পেয়েছে। হিজলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গাফফার বলেন, স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে হিজলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের দ্বার উম্মুক্ত হয়েছে উৎসব-আনন্দে স্কুল খোলার ঘণ্টাধ্বনি।
Leave a Reply