পটিয়া পৌরসভার কাউন্সিলর আবদুল
খালেক করোনাভাইরাস সচেতনতায় লক্ষে লিফলেট বিতরণ
…………………….………………….
সেলিম চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ-
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল খালেকের উদ্যোগে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে গতকাল মঙ্গলবার বিকালে পৌরসভার ১ নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে কাউন্সিলর আবদুল খালেক বলেন, প্রথমত আমাদের সচেতন হতে হবে ও ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা যথাযথ ভাবে পালন করতে হবে, কিন্তু সরকারের এতো প্রচারণা ও পদক্ষেপের পরও আমরা এখনো সতর্ক হচ্ছি না, লিফলেট পেয়ে অনেকেই ব্যাপারটা নিয়ে খুবই আগ্রহ প্রকাশ করেছে ও নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এ ব্যাপারে এলাকার মসজিদের ইমাম ও মোয়াজ্জেম কে অগ্রণী ভুমিকা পালন করার আহবান জানিয়ে বলেন, বাঁচতে হলে জানতে হবে করোনাভাইরাস আতঙ্কিত না হয়ে সরকারের দেওয়া নিয়ম মেনে চললে এ ভাইরাস মোকাবেলা করার সম্ভব। উল্লেখ্য, লিফলেটে সরকারের হট লাইন নাম্বার ও করোনা রোধে সকল করণীয় বিস্তারিত বিবরণ রয়েছে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করণীয়ও উল্লেখ নির্দেশনা রয়েছে। লিফলেট বিতরণের সময় স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে ও সকলে উল্লেখিত নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি প্রদান করেন।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪৪২
Leave a Reply