নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
ব্রেকিং নিউজ :
বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা আবারও বাড়ার আভাস দেওয়া হয়েছে। বরিশাল এর হিজলা উপজেলায় নৌপুলিশ এর হাতে গ্রেফতার ১৬ জেলে। হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের সেই পুকুরে এবার মিলল একশ ইলিশ। জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করে রাখা সোমালিয়ার জলদস্যুদের খুব কাছ থেকে কঠোর পর্যবেক্ষণে রেখেছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। এখন পর্যন্ত শহিদ বুদ্ধিজীবী হিসাবে রাষ্ট্রের স্বীকৃতি পেলেন ৫৬০ জন শহিদ বুদ্ধিজীবী। ঈদের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রাশিয়ার দুটি বড় জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। আন্দারমানিক ইউনিয়ন পরিষদের দুর্নীতির অভিযোগ। হিজলায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা পণ্যবাহী জাহাজ ‘এমভি রুয়েন’ থেকে ১৭ নাবিককে উদ্ধার করেছে।
শনিবার হুমেরজানে ধর্মীয় সভা ও ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হবে

শনিবার হুমেরজানে ধর্মীয় সভা ও ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হবে

 আগামি ৭ মার্চ শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের হুমেরজান গ্রামের ঈমা লৈমারেন সিদবী মন্ডপে প্রথমবারের মতো মণিপুরী ধর্ম, কৃষ্টি ও ঐতিহ্য নিয়ে ভারত ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে এক ধর্মীয় সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ পোরৈ অপোকপা মরুপ। 

 

 

এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের মণিপুর থেকে আগত খাঙেমবম ইরাবত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন য়াইখােম সন্দীপ কুমার সিংহ, ডিভিশনাল ডাইরেক্টর, সােশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সিলেট ডিভিশন। নাওরোইবম অমেঙবা, রিটায়ার্ড এসােসিয়েট প্রফেসর এন্ড এডভাইজার, সানামাহী থৌগল লুপ, ইম্ফাল, ইন্ডিয়া। কোন্থৌজম জয়চন্দ্র, প্রেসিডেন্ট, ইপসা, মনিপুর, ইন্ডিয়া। অকোইজম কোকঙাম, চেয়ারম্যান, সালাই কনবা লুপ, মনিপুর, ইন্ডিয়া। মাইস্নাম করৌহনব লুওয়াং , এডভােকেট, মনিপুর, হাইকোর্ট, ইন্ডিয়া। যুম্নাম পীবা, এডভাইজার, বাংলাদেশ পােরৈ অপােকপা মরুপ, ভানুবিল, কমলগঞ্জ, মৌলভীবাজার, বাংলাদেশ।  য়েনশেনবম খোইনৌ থৌগল মাইবরেন ছোটধামাই জুড়ী, বাংলাদেশ।

 

 

সভায় সভাপতিত্ব করবেন কোংখাম নীলমনি সিংহ অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও সভাপতি, বাংলাদেশ পােরৈ অপােকপা মরুপ।

 

 

উল্লেখ্য, বাংলাদেশ পোরৈ অপোকপা মরুপ একটি ধর্মীয় সাংস্কৃতিক সংগঠন। এর যাত্রা শুরু হয় ১৯৬৩ সালে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাধীন ছোটধামাইয়ে। বর্তমানে সংগঠনটি মৌলভীবাজার জেলার বড়ইতলী, গোয়ালবাড়ী, হুমেরজান, মঙ্গলপুর, নয়াপত্তনসহ সিলেট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন মণিপুরী অধ্যুষিত এলাকায় সম্প্রসারিত হয়েছে।

 

 

বাংলাদেশ পোরৈ অপোকপা মরুপ এর সাধারণ সম্পাদক ওইনাম পামহৈবা উক্ত ধর্মীয় সভায় ও ফ্রি মেডিকেল ক্যাম্পে সকল ধর্মপ্রাণ মণিপুরীদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com