বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বাজারে সরকারি আদেশ অমান্য করে কাপড় দোকান খোলা রাখায় অর্থদণ্ড
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের হিজলা উপজেলা নির্বাহী করমকরতা মোঃ আমিনুল ইসলাম ও সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস, এম, অজিয়র রহমান স্যারের নির্দেশনায় এবং ইউএনও হিজলা উপজেলা এর তত্ত্বাবধানে আজ বৃহস্পতি বার (২১মে) বিকাল ৩ ঘটিকা থেকে ৫ ঘটিকা পর্যন্ত হিজলা উপজেলার কাউরিয়া বাজারে শারীরিক দূরত্ব নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলা নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমিনুল ইসলাম। এ সময় সরকারি আদেশ অমান্য করে কাপড় দোকান খোলা রেখে কোভিড-১৯ বিস্তারে সহায়তা করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক তিনটি দোকানীকে পৃথক ০৩ টি মামলায় সর্বমোট ৫৫,০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।, সেই সাথে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব রক্ষা করে চলার নির্দেশনা প্রদানের পাশাপাশি উপস্থিত সকলকে সতর্ক করা হয়।, মোবাইল কোর্ট পরিচালনায়, হিজলা থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
Leave a Reply