নিজস্ব প্রতিবেদক: বরিশালের হিজলায় সামাজিক দূরুত্ব বর্জায় রেখে যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
আজ আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে হিজলা উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্প অর্পন করেন দলিয় নেতাকর্মীরা। সর্বপ্রথম সকাল ৯টা ৩০ মিনিটে আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু পার্টি অফিসে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়ার মধ্যদিয়ে শেষ করেন। পরে রেলি করে পায়ে হেটে হিজলা উপজেলার খুন্না বন্দরে আওয়ামীলীগের পার্টি অফিসে আনুমানিক বেলা ১১টা ৩০ মিনিটে আলোচনা সভা করেন দলের নেতাকর্মীরা। এসময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ দলের নেতাকর্মীদের সাথে কথা বলেন। করোনা ভাইরাস মহামারির কারনে তিনি উপস্থিত নাথাকায় সকলের প্রতি আহ্বান জানান যে সামাজিক দূরুত্ব বর্জায় রেখে দলের নিতি মালা অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সকলকে প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার নির্দেশনা দেন এম.পি পংকজ নাথ।
এ সময়ে খুন্না বন্দরের পার্টি অফিসে দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার ও মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দিন, এছাড়াও উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মোসা: নাজমা বেগম, তাছাড়াও উপস্থিত ছিলেন হিজলা উপজেলা কৃষকলীগের সভাপতি জনাব ইচাহাক আমিন মুন্সি, উপজেলা যুবলীগের যুগ্নসাধারন সম্পাদক কাজী লিয়াকত, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রিপন খান, ছাত্রলীগ সভাপতি সোলাইমান সান্ত, সাধারন সম্পাদক আজাদ সহ দলের অন্যান্য নেতাকর্মী বৃন্দ।
Leave a Reply