রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম কামরুন্নাহার ভার্চ্যুয়াল শুনানি নিয়ে অভিযোগ গঠন করে আগামী ৯ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এর মধ্য দিয়ে এই মামলায় মজনুর বিচার শুরু হলো।
এর আগে গত ১৬ আগস্ট মজনুর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করে আদালত ২৬ আগস্ট মামলাটির চার্জ গঠনের ওপর শুনানির দিন ধার্য করেছিলেন।
গত ৫ জানুয়ারি সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
Leave a Reply