পটিয়ার বাকখাইনে নিরীহ পরিবারকে হত্যার হুমকি অভিযোগ
.…………………………………
বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম) পটিয়ায় আমির হোসেন (৮০ ) নামে এক পরিবারের সবাই কে হত্যার হুমকি দিয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, গত ১০ মার্চ সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বাকখাইন গ্রামে। এর আগেও ২৪ ফেব্রুয়ারি সহ একাধিকবার বিভিন্ন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ সুএে জানাযায়। এঘটনায় বৃদ্ধ আমির হোসেন বাদী হয়ে গত ১৭ মার্চ ঐ এলাকার বকাটে আবদুল মালেক, মোঃ ওয়াসিম, আজম খান, নাছির সহ অজ্ঞাত নামা ১০/১৫ জনের বিরুদ্ধে জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি
আলহাজ্ব শামসুল হক চৌধুরী বরাবর লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ টি প্রয়োজনীয় ব্যাবস্হা নিতে পট পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন কে বলা হয়। অভিযোগ সুএে জানাযায়, আমির হোসেন কে তার বসতঘর থেকে উচ্ছেদ করতে প্রতিপক্ষরা দীর্ঘদিন য়াবত পায়তারা চালিয়ে আসছিল। যাহা তার ৯০ বছর ভোগদলীয় জায়গায়।
এর ধারাবাহিকতানপ্রতিপক্ষরা বিভিন্ন তারিখ ও সময়ে নানান ভাবে হুমকি দেয়। এর এক পর্যায়ে ১০ মার্চ প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে আমির হোসেনকে জোরপূর্বক ঘর থেকে ডেকে নিয়ে জিন্মি করে একটি অলিখিত তিনশত টাকার খালি স্টাম্পে চুলার কালি দিয়ে জোরপুর্বক স্বাক্ষর নেয়। এতে আমির হোসেন বাঁদা দিলে তাকে ও তার স্বপরিবারকে হত্যার হুমকি দেয়।
পরে আমির হোসেন স্টাম্প ফেরত চাইলে প্রতিপক্ষরা ৫ লক্ষ টাকার চাঁদা দাবি করে এতে আমির টাকা দিতে অপারগতা প্রকাশ করিলে তার স্বপরিবারকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় বলে অভিযোগ সুএে প্রকাশ।
বর্তমানে ঐ বিষয়টি হুইপ শামসুল হক চৌধুরীর নির্দেশে পটিয়া থানার ওসি তদন্ত করে দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত
ব্যাবস্তা নিচ্ছেন বলে বলে ভুক্তভোগী আমির হোসেন জানান। তিনি পটিয়ার এমপি ও প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪৪২
Leave a Reply