মোঃমহসীন রাসেল, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ যোগ্যতা দক্ষতা ও সততায় যুগ্ম সচিব পদন্নোতি পেলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কৃতি সন্তান সরোজ দেবনাথ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স-মাষ্টার্স শেষে ২০ তম বিসিএস পরীক্ষায় পাশ করে চাকুরী জীবনে যোগদান করেন সরোজ দেবনাথ। কর্মময় জীবনে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা নির্বাহী অফিসার, উপসহকারী সচিব স্থানীয় সরকার মন্ত্রণালয়, ডিসি ঝিনাইদহ, উপসচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল যুগ্মসচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ে পদন্নোতি দেওয়া হয়। আচার-ব্যবহার, মেধা-মননে, দেশ ও মানুষের জয় করে জীবনের উচ্চ শিখরে পৌঁছেছেন তিনি। পিতার আদর্শে গড়া প্রতিভার আমেজে মেধা ও গুণের মিছিলে তার জীবন হয়ে উঠুক সুখময়-সুসমৃদ্ধ এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। প্রচার-প্রসার থেকে নিজেকে আড়ালে রেখেই চালিয়ে যাচ্ছেন তার সফল কর্মযজ্ঞ। তার পদন্নোতির সংবাদ মেহেন্দিগঞ্জে পৌঁছলে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। সরোজ নাথ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এর ছোট ভাই। একজন দেশ প্রেমিক হিসেবে তার কর্মময় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন এলাকাবাসী।
Leave a Reply