সরোজমিনে গিয়ে জানাযায় আজ সকাল ১০ টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে টিবিসি নামক ইটভাটায় স্থানীয় কাশেম হাওলাদার (৫৫) ছাগল নিয়ে মাঠে গেলে পড়ে থাকা ঐ বিদ্যুতের তারে পৃস্ট হয়, বাবার চিৎকারে ছেলে মোক্তার হোসেন (২৫) বাবাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎ পৃস্টে মাটিতে লুটে পরে। একই ভাবে আরেক ছেলে মনির হোসেন (৩২) উদ্ধার পরতে গিয়ে পৃস্ট হয়। তাংক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডাঃ মাজহারুল ইসলাম রনি কাশেম হাওলাদার ও ছেলে মোক্তার হাওলাদারকে মৃত্যু ঘোষণা করে। অপর ছেলে মনির হোসেন হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। ইটভাটা মালিক খোকন তালুকদার ক্যমেরার সামেনে আসতে নারাজ। এঘটনা সম্পর্কে হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার জানায়, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply