নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
রাতে কোভিড-১৯ শনাক্ত, সকালেই মৃত্যু কাউন্সিলরের

রাতে কোভিড-১৯ শনাক্ত, সকালেই মৃত্যু কাউন্সিলরের

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আহাদ। মঙ্গলবার সকালে নিজ বাসায় তার মৃত্যু হয়। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। কাউন্সিলর আহাদের ছেলে আজাদ বলেন, মানবসেবা করতে গিয়ে আমার বাবা করোনায় আক্রান্ত হয়েছেন। দিনরাত লকডাউনে কর্মহীন-দরিদ্র মানুষের বাসায় গিয়ে গিয়ে তালিকা করেছেন। খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। নিজের কথা চিন্তা করেননি। আজ তিনি পরপারে চলে গেলেন।

আজাদ জানান, তার বাবা গত ১২ দিন ধরে জ্বরে ভুগছিলেন। শ্বাস নিতে কষ্ট হত। তিনদিন আগে করোনাভাইরাস টেস্টের জন্য নমুনা দেয়া হয়। সোমবার রাতে পজিটিভ রিপোর্ট আসে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, গত রাতে ঢাকা থেকে মৌলভীবাজারে ৮ জন আক্রান্ত বলে জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে কাউন্সিলর আব্দুল আহাদও ছিলেন। আজ সকালে তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2020 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com