হাতিয়া এ এম দৌত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হলেন রফিকুজ্জান মোহাব্বত।
- আপডেট সময় :
বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
-
১২৫
786 বার পঠিত
নোয়াখালি (হাতিয়া) প্রতিনিধিঃ মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ ) ঃ হাতিয়া আলোড়ন সৃষ্টিকারি এম দৌত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২১ইং এর চ্যাম্পিয়পন হলেন হাতিয়ার কৃতি সন্তান মোঃ রফিকুজ্জামান মোহাব্বত, পিতা মৃত মোঃ রুজ্জামান , চরকৈলাশ মনিরুজ্জামানের বাড়ি।
যার এক ভাই নুরুজ্জামান রিয়াজ ইতিপূর্বে খেলা অঙ্গনে সুনাম অর্জন করেছেন। এম দৌত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ১০টি দল অংশ গ্রহন করেছিলো সব গুলো দলকে টপকে মোঃ রফিকুজ্জান মোহাব্বত ফাইনালে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। শুধু ব্যাডমিন্টন নয় এই তরুন উদিয়মান খেলোয়াড় হাতিয়ার অলরাউন্ডার হিসাবে খ্যাতিমান। বর্তমানে তিনি বাংলাদেশ সেনা বাহিনীর সদস্য পদে চাকুরিরত আছেন। বুড়িরচর বন্ধুমহল স্বদেশ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় খেলতে এসে আমার সংবাদ পত্রিকা ও ক্রাইম জনতা ২৪ ডট কম এর হাতিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ছাইফুল ইসলাম জিহাদকে একান্ত সাক্ষাৎকারে বলেন আমি হাতিয়ার সন্তান হিসাবে সকলের নিকট দোয়া ও ভালোবাসা চাই, ভবিষ্যতে আরো বেশি ভালো খেলা দর্শকদের উপহার দেবো ইনসাআল্লাহ্।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply