নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
ব্রেকিং নিউজ :
বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা আবারও বাড়ার আভাস দেওয়া হয়েছে। বরিশাল এর হিজলা উপজেলায় নৌপুলিশ এর হাতে গ্রেফতার ১৬ জেলে। হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের সেই পুকুরে এবার মিলল একশ ইলিশ। জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করে রাখা সোমালিয়ার জলদস্যুদের খুব কাছ থেকে কঠোর পর্যবেক্ষণে রেখেছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। এখন পর্যন্ত শহিদ বুদ্ধিজীবী হিসাবে রাষ্ট্রের স্বীকৃতি পেলেন ৫৬০ জন শহিদ বুদ্ধিজীবী। ঈদের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রাশিয়ার দুটি বড় জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। আন্দারমানিক ইউনিয়ন পরিষদের দুর্নীতির অভিযোগ। হিজলায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা পণ্যবাহী জাহাজ ‘এমভি রুয়েন’ থেকে ১৭ নাবিককে উদ্ধার করেছে।
দেশে করোনা মোকাবেলায় আবারও ৪ হাজার নার্স নিয়োগ!

দেশে করোনা মোকাবেলায় আবারও ৪ হাজার নার্স নিয়োগ!

করোনা সংকট মোকাবেলা ও সারাদেশে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে আরও চার হাজার নার্স নিয়োগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতীয় সংসদে ২০২০-২১ সালের অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে এমন নির্দেশনার কথা জানান তিনি।

তিনি বলেন, করোনায় সংক্রমিত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অল্প সময়ের মধ্যে দুই হাজার ডাক্তার ও ছয় হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। আরও দুই হাজার চিকিৎসকের পদ সৃষ্টি করা হয়েছে। স্বাস্থ্য খাতে তিন হাজার টেকনিশিয়ানের পদ সৃষ্টি করা হয়েছে। তাদের নিয়োগ-প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)। সোমবার বিএনএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বিএনএ জানায়, নার্সিং সার্ভিস, নার্সিং শিক্ষা ও প্রশাসনসহ সকল ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন সাধনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সরকারি পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক পদ সৃজন ও নার্স নিয়োগ প্রদান করেছেন। অতি সম্প্রতি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা ত্বরান্বিত করতে পাঁচ হাজার ৫৪ জনসহ মোট ২৬ হাজার নার্সকে সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ করেন, যা বাংলাদেশের ইতিহাসে নজির হয়ে থাকবে।

সেই সঙ্গে সারাদেশে নার্সদের ঘাটতি বিবেচনা করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় সংসদে জরুরী ভিত্তিতে আরো চার হাজার নার্স নিয়োগের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনার কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক ঘোষণায় আমরা আনন্দিত, ধন্য ও গর্বিত। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপনকে।

বিজ্ঞপ্তিতে বিএনএ নের্তৃবৃন্দ আরো জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নানান প্রতিকূলতা স্বত্বেও নার্সগণ জীবনের ঝুঁকি নিয়েও কোভিড ডেডিকেটেট সেন্টারগুলোতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। সেখানে কর্মরত নার্সদের সার্বিক ব্যবস্থাপনার সার্বক্ষণিক খোঁজ খবর রাখার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com