নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
ব্রেকিং নিউজ :
বনে আগুন লাগার কারণ অনুসন্ধানে প্রতিবার করা হয় তদন্ত কমিটি। প্রকাশিত সংবাদের প্রতিবাদ । প্রকাশিত সংবাদের প্রতিবাদ । বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা আবারও বাড়ার আভাস দেওয়া হয়েছে। বরিশাল এর হিজলা উপজেলায় নৌপুলিশ এর হাতে গ্রেফতার ১৬ জেলে। হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের সেই পুকুরে এবার মিলল একশ ইলিশ। জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করে রাখা সোমালিয়ার জলদস্যুদের খুব কাছ থেকে কঠোর পর্যবেক্ষণে রেখেছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। এখন পর্যন্ত শহিদ বুদ্ধিজীবী হিসাবে রাষ্ট্রের স্বীকৃতি পেলেন ৫৬০ জন শহিদ বুদ্ধিজীবী। ঈদের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রাশিয়ার দুটি বড় জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।
ভুমিদস্যুর বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা মামলার শিকার হলেন বিএমএসএফ চট্টগ্রাম’র সভাপতি ও সাংবাদিক কে এম রুবেল

ভুমিদস্যুর বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা মামলার শিকার হলেন বিএমএসএফ চট্টগ্রাম’র সভাপতি ও সাংবাদিক কে এম রুবেল

  • ভুমিদস্যুর বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা মামলার শিকার হলেন বিএমএসএফ চট্টগ্রাম’র সভাপতি ও সাংবাদিক কে এম রুবেল

 

মো:শাহজালাল রানা চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোচীফ:

 

চট্টগ্রাম নগরীর  ডবলমুরিং থানা সংলগ্ন প্রতিবন্ধির জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা মামলার শিকার হলেন বিএমএসএফ চট্টগ্রাম’ শাখার সভাপতি ডেইলি এশিয়ান এইজ’র প্রতিনিধি কে.এম রুবেল,সাংবাদিক ফয়সাল সিকদার ও মোঃ সুমন।

 

মামলার বাদীনি রাশেদা আক্তার প্যাকেজ  টুকি একজন ভুমিদস্যু এবং চিহ্নিত মামলাবাজ।

 

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র সাধারন সম্পাদক- আহমেদ আবু জাফর, চট্টগ্রাম বিএমএসএফ, রিপোর্টার্স ইউনিটি, ফেনী প্রেসক্লাব সভাপতি জসিম মাহমুদ, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ সহ জাতীয় ও স্থানীয় সাংবাদিক সংগঠন।

 

জানা যায়, ভুমিদস্যু শাহ আলম, লাকি আক্তার (৪৫)ও রাশেদা আক্তার প্যাকেজ টুকি (২১)  সহ সংঘবদ্ধ একটি চক্র দেওয়ান হাট সিটিকর্পোশনের মার্কেটের পিছনে  টাইগার সোলতানের বাড়ি  এক প্রতিবন্ধির জায়গা দখল করার পায়তারা করছে।

 

এমন তথ্যের ভিত্তিতে ৬মার্চ সকালে ১১টায় সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান সাংবাদিক কে.এম রুবেল, ফটোসাংবাদিক ফয়সাল সিকদার ও মোঃ সুমনসহ ১১জন গনমাধ্যমকর্মী। এসময় সাংবাদিকদের উপর হামলা করে ক্যামরা ভাংচুর করে ওইসব ভুমিদস্যুরা।

 

ওই দিন ডবলমুরিং থানায় একটি জিডি করেন সাংবাদিক কেএম রুবেল। ঘটনার ৫দিন পর ১১মার্চ

রুবেলসহ তিন সাংবাদিকের নাম উল্লেখ করে থানায় মামলা করেন ভুমিদস্যু রাশেদা আক্তার (টুকি) সাংবাদিকের জিডি আমলে না নিয়ে কোন প্রকার তদন্ত ছাড়াই সাংবাদিকের বিরুদ্ধে মামলা এফআইআর করেন ডবলমুরিং থানার ওসি সুদীপ্ত কুমার।

 

তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

 

উক্ত মামলার আইও (তদন্ত কর্মকর্তা) এসআই তারেক আজিজ বলেন, মামলা এফআইআর এর পর আমাকে তদন্তের দায়ীত্ব দেয়া হয়েছে ।

 

তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com