এবিষয়ে প্রতক্ষদ্রশিরা জানান দুলাভাই কিতাব আলি সরদার (৫০) এর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শ্যালক টিপু হাওলাদার (৪০) এর সাথে বাকবিতন্ডা শুরু হয় বাকবিতন্ডার সময় উভয়ের হাতেই দা দেখা যায়। একপর্যায়ে দুজনেই উত্তেজিত হয়ে দুজন দুজনকে কোথাতে শুরু করেন । দুলাভাইয়ের দা এর কোপে শ্যালক আহত হয় এবং শ্যলকের দা এর কোপে দুলাভাই ঘটনাস্থলে ই নিহত হন।
কাজিরহাট থানা পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে, এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মেয়ে, স্ত্রী এবং শাশুড়ি কে থানায় নিয়ে যাওয়া হয়।
Leave a Reply