হাতিয়া উপজেলা প্রতিনিধি,ঃ মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ ঃ নোয়াখালী হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ০৬ ওয়ার্ড বড়দেইল আহমদুল্লাহ ট্রাষ্ট এর উদ্যোগে ২০২১ইং শিক্ষাবর্ষের নূরানী বিভাগের নবপাঠদান ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মাওঃ আঃ ছামাদ সাহেব। খতিব, বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট জামে মসজিদ কমপ্লেক্স, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওঃনুরুল আমিন সাহেব
পরিচালক, ইকরা ইসলামী ইনস্টিটিউট মাদরাসা। হাঃ মাওঃ আবুল হাসানাত সাহেব পেশ ইমাম, বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট জামে মসজিদ কমপ্লেক্স, ঢাকা। এতে আরো উপস্থিত ছিলেন, আহমদুল্লাহ ট্রাস্ট হিফজ বিভাগের, সভাপতি! মাস্টার ফজলুল হক সাহেব। দারুস সালাম জামে মসজিদের সভাপতি, মাষ্টার মোঃ রহমত উল্যাহ, মোঃ মামুন সদাগর, প্রবাসী মোঃ সুমন উদ্দিন, নুরানী বিভাগের, সেক্রেটারী, ডাঃ আখতার হোসেন। ক্রাইম জনতা ২৪ ডট কমও আমার সংবাদ এর হাতিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক, ডাঃ সাইফুল ইসলাম।
ম্যানেজিংকমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, নুরানি ও হিফজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সভাপতিত্ব করেন! আলহাজ্ব ইসমাঈল মুন্সি সাহেব।
এই সময় বক্তারা আহমদুল্লাহ ট্রাষ্টের প্রতিষ্ঠাতাকে লক্ষ্যে করে ধন্যবাদ জানিয়ে বলেন এই মাদ্রাসা আখেরাতে নাজাতের জন্য যথেষ্ট হইবে ইনসাআল্লাহ্।
পরে দোয়া ও মুনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।
Leave a Reply