নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
ব্রেকিং নিউজ :
বনে আগুন লাগার কারণ অনুসন্ধানে প্রতিবার করা হয় তদন্ত কমিটি। প্রকাশিত সংবাদের প্রতিবাদ । প্রকাশিত সংবাদের প্রতিবাদ । বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা আবারও বাড়ার আভাস দেওয়া হয়েছে। বরিশাল এর হিজলা উপজেলায় নৌপুলিশ এর হাতে গ্রেফতার ১৬ জেলে। হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের সেই পুকুরে এবার মিলল একশ ইলিশ। জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করে রাখা সোমালিয়ার জলদস্যুদের খুব কাছ থেকে কঠোর পর্যবেক্ষণে রেখেছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। এখন পর্যন্ত শহিদ বুদ্ধিজীবী হিসাবে রাষ্ট্রের স্বীকৃতি পেলেন ৫৬০ জন শহিদ বুদ্ধিজীবী। ঈদের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রাশিয়ার দুটি বড় জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।
ফরিদপুরে চরভদ্রাসন করোনার কাল ও একজন বৃদ্ধা মায়ের এলিজি

ফরিদপুরে চরভদ্রাসন করোনার কাল ও একজন বৃদ্ধা মায়ের এলিজি

গত ০৮ এপ্রিল, ২০২০ খ্রি. তারিখ সকাল বেলা ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার শীলডাংগী গ্রাম থেকে খবর আসে যে সেখানে ঢাকা থেকে এক মহিলা করোনার লক্ষণ নিয়ে ফিরেছেন। খবর পেয়ে মেডিকেল টিম প্রস্তুত করে উপজেলা চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহযোগে রওনা দেই সে গ্রামের উদ্দেশ্যে। সে গ্রামের ঐ বাড়ীতে পৌছে দেখি চারপাশে শত শত প্রতিবেশী দূর থেকে তামাশা দেখছে আর আমাদের ফিসফিস করে বলছে, “ঐ যে, ঐ বাড়ীতে করোনা রোগী আসছে ঢাকা থেকে।” আমরা সাহস নিয়ে এগিয়ে গেলাম আর ডেকে বাড়ী থেকে বের করে আনলাম সালেহা বেগম নামের ষাটোর্ধ মহিলাকে। একটি জীর্ণ প্লাস্টিকের ব্যগ আর অনাড়ম্বর পোষাকে দূরে দাঁড়িয়ে আছেন তিনি; যেন অচ্ছুত, ঊন মানুষ তিনি। প্রথম দেখাতেই তাকে পুরোপুরি একজন সুস্থ মানুষ মনে হলো। জিজ্ঞাসাবাদে জানা গেলো তার করোনার কোন লক্ষণ নেই। জানা গেলো তার বাড়ী পাশের গ্রাম তেলেডাঙ্গীতে। তিনি এই বয়সেও পেটের দায়ে ঢাকায় অন্যের বাসায় বাসায় ছুটা বুয়ার কাজ করতেন। সেদিনই এলাকায় এসেছেন ঢাকায় কাজ-কর্ম হারিয়ে। কেন তিনি নিজ বাড়ী (যেখানে তার ছেলে থাকেন) না গিয়ে অন্য গ্রামে আত্নীয়র বাড়ী আসলেন এ প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট কিছুই বললেন না। সেখান থেকে তৎক্ষণাৎ তাকে একটি রিক্সা করে গাড়ীর বহরের সাথে করে নিয়ে যাওয়া হলো তার নিজ বাড়ী তেলেডাঙ্গিতে গিয়ে তার ছেলে সোহরাবের সাথে কথা বলে জানা গেলো যে তার মায়ের ঢাকায় থাকতে সামান্য পেটের সমস্যা হয়েছিল। এ কারণে যে বাড়ীগুলোতে তিনি কাজ করতেন তারা করোনা সন্দেহে তাকে বাসায় কাজে যেতে মানা করেন। এমতাবস্থায় নিজের মাকে গ্রামে আনতে চাইলে এলাকার লোকজন বাধ সাধে। অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আউটডোরে চিকিৎসক দেখিয়ে সবার অগোচরে এলাকায় এনে নিজ বাড়ীতে রাখার সাহস না পেয়ে পাশের গ্রামে খালার বাড়ীতে রেখে আসেন। প্রেসক্রিপশনে দেখা যায় যে চিকিৎসক তাকে মেট্রানিডাজল, পেট ব্যথার জন্য এলজিন ট্যাবলেট এবং গ্যাসের জন্য ওমেপ্রাজল প্রেসক্রাইব করেছেন যা পুরোপুরিই সামান্য পেট খারাপেরই মেডিকেশন। আমাদের টিম বৃদ্ধা মাকে যখন তার সন্তানের কাছে বুঝিয়ে দেই, সন্তান আবেগে আপ্লুত হয়ে উঠেন এবং মাকে জড়িয়ে ধরে বলে উঠেন, “আমার পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই।” তখন সকলের মাঝে নেমে আসে এক সুনসান নিরবতা। আমাদের সাহসে ভরসা পেয়ে সেই বৃদ্ধা মা আজ ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ করেছেন। এখন তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। ধন্যবাদ জানাই উপজেলা নির্বাহী অফিসার স্যার জনাব জেসমিন সুলতানা Jesmin Popy স্যারকে তাঁর সার্বক্ষণিক দিক-নির্দেশনার জন্য, ধন্যবাদ জানাই ভারপ্রাপ্ত কর্মকর্তা, চরভদ্রাসন থানাকে মহিলার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং ধন্যবাদ জানাই গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে বৃদ্ধা মায়ের সার্বক্ষণিক খোঁজ-খবর নেয়ার জন্য। চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইমদাদুল হক তালুকদার স্যারের ফেসবুক থেকে নেওয়া। চরভদ্রাসন উপজেলা প্রতিনিধিঃ মোঃ সুলতান মোল্লা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com